ঢাকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

Motobad news

 নেছারাবাদে চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, তিনজনের বিরুদ্ধে মামলা

 নেছারাবাদে চাঁদা না পেয়ে বসতঘরে আগুন, তিনজনের বিরুদ্ধে মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নেছারাবাদ জুলুহার গ্রামে চাঁদা না পেয়ে প্রতিবেশির বসতঘরে আগুন দিয়ে  পুড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

গত শনিবার দিবাগত রাতে উপজেলার সমেদকাঠি ইউনিয়নের জুলুহার গ্রামে এ ঘটনার পর রোববার রাতে ভুক্তভোগি বিমল বেপারি স্ত্রী রিনা বেপারি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইলিয়াস নামে একজনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। মামলার অপর আসামিরা হল, চিন্ময় রায় (৪০), শুভ মৃধা (৩৫)। 

মামলার বাদী রিনা বেপারী অভিযোগ করেন, গত শনিবার রাত আটটার দিকে আসামিরা তাদের বাড়ী এসে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে গৃহপালিত হাসমুরগীর খামারে ভাঙচুর চালায় ও ঘরের পাশে রাখা পাটখড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। 

পরে ডাকচিৎকার দিলে তারা পালিয়ে যায়। মুহূর্তেই তাদের দেয়া আগুন ঘরের মধ্য ছড়িয়ে পড়ে। আগুনে বসতঘর ও মালামাল পুরে ছাই হয়ে যায়।  

ভুক্তভোগী বিমল কৃষ্ণ বেপারী বলেন, প্রতিপক্ষরা বেশ কিছুদিন ধরে বিমল বেপারির কাছে ৩০ হাজার টকা চাঁদা দাবি করে আসছিল। তাদের  এই টাকা না দেয়ায় বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

নেছারাবাদ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌছার পূর্বেই আগুন নিভে যায়।  

এ বিষয়ে নেছারাবাদ থানার  ওসি (তদন্ত) এইচ,এম শাহীন জানান, এ ঘটনায় রিনা বেপারি বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। 

মামলার প্রধান আসামি ইলিয়াস হোসেনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন