স্বরূপকাঠিতে ব্যবসায়ীর ঘরে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ১


স্বরূপকাঠির জুলুহার গ্রামে ব্যবসায়ীর ঘরে আগুন দেওয়া সন্ত্রাসীদের নেতা চিন্ময় বেপারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর পৌনে সাতটায় নাজিপুরের বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সুকান্ত রায় জানান। দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে গত শনিবার গভীর রাতে স্বরূপকাঠি উপজেলার জুলুহার গ্রামের ব্যবসায়ী কৃষক বিমল কৃষ্ণ বেপারীর ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় চিন্ময় বেপারী ও তার বাহিনী।
নেছারাবাদ থানার ইন্সপেক্টর তদন্ত মো.শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামি চিন্ময় বেপারীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদেরকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য গত শনিবার রাতে চিন্ময় বেপারী ও তার দলবল চাঁদা না পেয়ে জুলুহার গ্রামের বিমল কৃষ্ণ বেপারির বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। ওই ঘটনায় বিমল বেপারীর স্ত্রী রিনা বেপারী ৪ জনকে নামিয় ও ৩ অজ্ঞাতনামা আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলার চিন্ময় বেপারী ও ইলিয়াস নামে ২ জনকে গ্রেফতার করা হয়।
এইচকেআর
