মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান


পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন, খাদ্য, আর্থিক সহায়তা ও শীত বস্ত্র প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ক্ষতিগ্রস্থ অটোচালক নূর আলমের হাতে ২ বান্ডিল ঢেউটিন ও বিভিন্ন সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সহকারি প্রকৌশলী শাহীন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্প্রতি উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আ. কাদের মিয়ার ছেলে অটোচালক নূর আলমের বসতঘর অগ্নিকান্ডেপুড়ে ছাই হয়ে যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, এ ধরনের ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে সব সময়ই সহায়তা করা হয়।
এইচকেআর
