ঢাকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় জরিমানা

মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ইট ভাটায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলার দাউদখালী ইউনিয়নের পাঠাকাটা গ্রামের বাসিন্দা মোসারেফ হাওলাদারের ছেলে মামুন হাওলাদারের ইটের  ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে গত শনিবার ধানীসাফা ইউনিয়নের করিম আকন গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেন সরদারের ছেলে ইউসুফ সরদারকে অবৈধ ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে অবৈধ ইটের পাজা বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। 

উপজেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট চলমান থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন