মঠবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থদের বিরুদ্ধে হামলার অভিযোগ


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত কলম প্রতীক) অ্যাডভোকেট বায়জিদ আহম্মেদ নেতা কর্মিদের ওপর প্রতিপক্ষ প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) এর কর্মিরা প্রতিনিয়ত হামলা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট বায়জিদ আহম্মেদ খান এ অভিযোগ করেন। এসময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে দৃষ্টি আকর্ষণ করেছেন।
সভায় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক বাবু গোপাল রায়,সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আনারস প্রতীকের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ।
এইচকেআর
