ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে


উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে। নির্ভিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এদিকে সকাল ১১টার দিকে রাজাপুরের কেওতা ফাজিল মাদরাসা কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আফরোজা আক্তার লাইজুর সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠছে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর কর্মীদের বিরুদ্ধে।
হামলায় দোয়াত কলম প্রতীকের পাঁচকর্মী আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
গত ২৯ মে এ দুই উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো, ঘূর্ণিঝড় রিমালে কারণে স্থগিত করা হয় এ নির্বাচন। পরে ৯ জুন টায় ভোটগ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন।
রাজাপুরের বাদারতলা সড়কের বাসিন্দা জিন্নাত জাহান কলি বলেন, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছি। এতো সুন্দর ভোট কয়েক বছরে হয়নি। আমি খুবই খুশি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে।
রাজাপুরের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু অভিযোগ করেন, সকাল ১১টার দিকে একটি কেন্দ্রে প্রতিপক্ষের লোকজন তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়।
বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু বলেন, নির্বাচনের শুরু থেকে লাইজু প্রভাব বিস্তার করে আসছে। ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। আমার কোন সমর্থকরা কাউকে মারধর করেনি।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একটি কেন্দ্রে মারামারির খবর পেয়ে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি স্বভাবিক করেছে। এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি, দিলে ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর
