ঢাকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কুরআন অবমাননাকারী অপূর্বপালের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি ও ৪ বাম দল শান্তিরক্ষা মিশন থেকে ফিরবে আরও ১৩১৩ বাংলাদেশি কীভাবে নির্বাচন করবেন, একটা সনদ করেন—রাজনৈতিক নেতাদের ড. ইউনূস উজিরপুর সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল গ্রেফতার  উজিরপুরে জেলেকে এক মাসের কারাদণ্ড  বিশেষ মহল আ'লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রহমাতুল্লাহ  জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা: ড. ইউনূস সংসদ ভবন এলাকায় সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে
  • মঠবাড়িয়ায় শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের আঃ আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানার শিশু ছাত্র (৯) কে বলৎকারের অভিযোগে মুছা (২৮) নামে এক শিক্ষক গ্রেপ্তার হয়েছে। 

    মঠবাড়িয়া থানা পুলিশ গত বোরবার বিকেলে ওই মাদ্রাসা থেকে মুছাকে আটক করে। মাদ্রাসা কমিটির প্রাথমিক বিচার ও বৈঠকে অভিযুক্ত হাফেজ মুছা ঘটনার সত্যতা অকপটে স্বীকার করেছেন বলে প্রধান শিক্ষক খলিলুর রহমান নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক মুছার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে।

    শিশুটির বাবা জানান, গত ৭/৮ মাস আগে তার ছেলেকে কুরআনের হাফেজ বানানোর জন্য বেতমোর বাজার সংলগ্ন “আ. আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানায়” ভর্তি করেন।

    গত ১৭ জুন কোরবানীর দিন গভীর রাতে শিক্ষক মুছা মুখ চেপে দুই বার শিশুটিকে বলৎকার করে। সকালে এক প্যাকেট মাংস দিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয়। তিনি আরও বলেন, তার সন্তান বাড়িতে গেলে অস্বাভাবিক মনে করেন এবং অসুস্থ্য দেখতে পান। প্রাথমিক ভাবে জানতে চাইলে কিছু না বলে শিশুটি কান্না করে বলে ওই মাদ্রাসায় আর যাবে না। 

    পরে শিশুটির দাদী জিজ্ঞেস করলে সব কিছু খুলে বলে। সব কিছু শোনার পর ঈদের দিন তাদের পরিবারে যেন ভূমিকম্প ও বজ্রপাত শুরু হয়। সবকিছু ফেলে শিশুটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখান থেকে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যান।

     বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিচার করার আশ্বাস দেন। বোরবার (৩০ জুন) বিকেলে মাদ্রাসার হলরুমে শালিশ ব্যবস্থা বসলে লম্পট শিক্ষক মুছা ঘটনা স্বীকার করে। পরে মারধর করা হয়। সংবাদ পেয়ে পুলিশ মুছাকে আটক করে। 
    আ. আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানায়র ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকে বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

    মঠবাড়িয়া থানার ওসি আশিকুজ্জামান বলেন, শিক্ষক মুছার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে সোমবার  বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে  প্রেরণ করা হয়েছে।
     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ