মঠবাড়িয়ায় বিএনপির সংবাদ সম্মেলন


৫ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায় “মঠবাড়িয়ায় বিএনপি নেতা দুলালের বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ওই সংবাদের ব্যাখা দেন উপজেলা বিএনপির আহবায়ক মো. রুহুল আমিন দুলাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আ.লীগের সাথে আতাত করা বিএনপির অপর একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার বিরুদ্ধে নামে-বেনামে দলীয় উচ্চ মহলে অভিযোগ করে আসছে। ৫ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদে যে সকল ডায়গনস্টিক সেন্টার দখলের কথা উল্লেখ করা হয়েছে, ওই সকল প্রতিষ্ঠানে স্বত্তাধিকারীদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে মনগড়া সংবাদ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য সেবা, যমুনা, শিকাদার ডায়গনস্টিক সেন্টারের স্বত্তাধিকারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমাদের কোন বক্তব্য গ্রহণ না করে মনগড়া সংবাদ প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি আহবায়ক কে এম হুমায়ূন কবির, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সালাউদ্দিন ফারুক, জসিম উদ্দিন ফরাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজ, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম ও ১১ টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এইচকেআর
