আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম'র স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত


মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য ও এফবিসিআইসি’র পরিচালক সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র মাতা, ৭৫এর ১৫আগষ্ট কালো রাতের প্রত্যক্ষদর্শী, শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
স্মরনসভা ও দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, শাহআলম মতি, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, আওয়ামীলীগ নেতা তারক চন্দ্র দে, শফিকুল ইসলাম সকুল, নিখিল সমদ্দার, উজ্জল লাহেড়ী, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, ঢাকা আদাবর শ্রমিকলীগের সভাপতি আশ্রাফুল আলম দুলাল, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি নুর মোহাম্মদ গাজী, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হার”ন রানাসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
প্রসংগত, গত বছর ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এইচকেআর
