ঝালকাঠিতে জামায়াতের সমাবেশ


২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াতের নেতাকর্মী খুনের বিচার দাবিতে ঝালকাঠিতে সমাবেশ করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে ঝালকাঠির নলছিটি পৌরসভার চত্বরে এ সমাবেশ করেন নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়েত ইসলামি ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ নেয়ামুল করিম। নলছিটি উপজেলা শাখার আমির মাও: জাকির হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি শাখার কর্মপরিষদ সদস্য মো. আবুবকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে নেয়ামুল করিম বলেন, বিগত সরকার যে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশের বিভিন্ন মানুষ হত্যা করেছে তার জবাব নিজ হাতে সন্ত্রাসীক ভাবে নেয়া যাবে না তাদের বিচার হবে আইনি প্রক্রিয়ায়। আপনারা মানুষের কল্যাণে কাজ করবেন।
এইচকেআর
