চাঁদা না দিলে রিসোর্ট পোড়ানোর হুমকি বিএনপি কর্মীর!


ঝালকাঠির নলছিটিতে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় কারাগার থেকে জামিনে বের হয়ে বাদীকে আবারো হুমকি দিচ্ছে বিএনপির এক কর্মী। তার নাম জিয়া মাঝি। তিনি পশ্চিম চর দপদপিয়া এলাকার মৃত মনসুর আলী মাঝির ছেলে ও দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিকের কর্মী।
জানা গেছে, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন ৮ বছর আগে নলছিটি পশ্চিম চর দপদপিয়া এলাকায় ২০ একর জমিতে এ্যাডভেঞ্চার রির্সোট নামে তিনতলা ভবন নির্মাণ করেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর আওয়ামী সরকারের পতনের পর বিএনপি নেতা জিয়া মাঝি ও তার সহযোগীরা এ্যাডভেঞ্চার রির্সোটে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ টাকা না দেয়ায় রির্সোটে তালা মারে জিয়া মাঝি। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে তালা খুলে দেন।
রিসোর্টের ম্যানেজার আবুল বাসার জানান, জিয়া সম্প্রতি আদালত থেকে জামিনে এলাকায় এসে রাতে আবারো রির্সোটের লাগানো বিভিন্ন প্রজাতির গাছ ও কাশবন পুড়ে দিয়েছে। রিসোর্টেও আগুন দেওয়ার হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায়ও থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রিসোর্টের ম্যানেজার আবুল বাসার।
বিষয়টি স্বীকার করে দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক দাবী করেন, একটি মামলার আসামি হয়ে পুনরায় কি সেই ব্যক্তি অপরাধ করতে পারেন, এটা আমার কাছে সন্দেহ হয়।
এ বিষয়ে অভিযুক্ত জিয়া মাঝির বক্তব্য নেয়া সম্ভব না হলেও তাকে ছাড়িয়ে আনতে থানায় যাওয়ার বিষয়টি করেছেন নান্টু মল্লিক।
তিনি বলেন, জিয়া বিএনপির কর্মী। একটি মামলায় আসামির হয়ে পুনরায় সেই ব্যক্তি অপরাধ করতে পারে না। তৃতীয় পক্ষ এই কাজটি করেছে। তবে আগুনের লাগানোর ঘটনায় জিয়া মাঝি দোষী হলে আমি তা সমর্থন করবো না।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাটি শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইন ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর
