কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, গুলিতে যুবক নিহত


কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা হয়েছে। কিছু দুর্বৃত্ত এই হামলা চালায় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এই ঘটনায় শিহাব কবির (৩০) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া এলাকার ঘাঁটিতে এ ঘটনা ঘটে৷
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এদিকে স্থানীয় কিছু বাসিন্দা দাবি করেছেন, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিতে শিহাব কবির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শিহাব পৌর এলাকার সমিতিপাড়ার পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ সালাউদ্দিন বলেন, হাসপাতালে একজন নিহত হওয়ার তথ্য রয়েছে এবং এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কীভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
শিহাবের বাবা নাছির উদ্দিন বলেন, আমি ছেলে হত্যার বিচার চাই।
সমিতি পাড়ার বাসিন্দা শাহজাহান বলেন, দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য এলাকাবাসীকে অন্যত্রে সরিয়ে নিতে জেলা প্রশাসনের কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকাবাসীর প্রতিনিধিদের বৈঠক ছিল। এ লক্ষ্যে বেলা ১২টার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জনৈক মো. জাহিদসহ আরও কয়েকজন ইজিবাইক যোগে জেলা প্রশাসন কার্যালয়ে আসছিলেন।
তাদের বহনকারী গাড়িটি ডায়াবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে পৌঁছালে থামানো হয়। এসময় বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে জাহেদের বাক-বিতণ্ডা হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। তখন এলাকাবাসী জাহেদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এইচকেআর
