ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • সাজেকে আগুন, এখন পর্যন্ত পুড়ল ১৫ কটেজ-রেস্তোরাঁ

    সাজেকে আগুন, এখন পর্যন্ত পুড়ল ১৫ কটেজ-রেস্তোরাঁ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক পুড়ছে। প্রায় দুই ঘণ্টা ধরে একের পর এক কটেজ-রেস্তোরাঁ আগুনে জ্বলছে।

    শুষ্ক মৌসুম এবং পানি স্বল্পতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সবশেষ খবর অনুযায়ী, দীঘিনালা থেকে যাওয়া ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর বাঘাইহাট জোন, ২৭ ও ৫৪ বিজিবির জোয়ানরা ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দুপুর ৩টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘চাঁদের বাড়ি’ নামের একটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়েছে।  

    দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

    তবে দুপুরে অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়দের কয়েকজন। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

    পুড়ে যাওয়া ১৫টি কটেজ-রেস্তোরাঁর নাম জানা গেছে। এগুলো হলো ইকোভ্যালি, অবকাশ, মেঘছুট, টিজিবি লুসাই, নীল পাহাড়, টংঠং, অধরা, মেডভেঞ্চার, শৈলকুটির, ফদাংথাং ও চাঁদের বাড়ি কটেজ, চিলেকোঠা রেস্তোরাঁ, মেঘপাই রেস্তোরাঁ ও মনটানা রেস্তোরাঁ।

    চাঁদের বাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী মো. রাফিউল হক বলেন, কীভাবে আগুন লেগেছে জানি না। তবে আগুনে জ্বলতে জ্বলতে এখন আমার কটেজে আগুন ছড়িয়ে পড়েছে।

    ফদাংথাং কটেজের সাফায়াত হীরা বলেন, ইকোভ্যালী কটেজের আশপাশ থেকে আগুনের শুরু। এরপর এক এক করে পুড়ছে আর পুড়ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ