বরিশালের ৩ সরকারি দপ্তরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি


বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান। অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে দিয়েছে প্রাণদায়ী বৃক্ষরাজি।
এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। আবার মানুষের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গোটা বরিশাল জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব বরিশাল।
‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সর্বশেষ বরিশাল সরকারী পলিটেকনিক ইন্সটিটিউট, বরিশাল মেডিকেল কলেজ ও সমাজসেবা কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ক্লাব সভাপতি প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ’র সঞ্চলনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ প্রকৌশলী রাকিব উল্ল্যাহ, ক্লাব উপদেষ্টা সাজ্জাত পারভেজ, উপদেষ্টা জাহাঙ্গির কবীর, ও চ্যানের আই বরিশালের প্রতিনিধি, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাঈদ পান্থ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রধান অমল কৃষ্ণ রায়, শাকিল আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌরব কর্মকার, জয় চন্দ্র শীল প্রমুখ।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি বছর ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর এমন উদ্যোগের প্রশংসা করেন পরিবেশবাদীরা। বৃক্ষরোপণ অভিযানে অংশ নেওয়া পরিবেশ কর্মীরা মনে করেন, রোপিত গাছগুলো বড় হলে তা পরিবেশে নির্মল বাতাস ও অক্সিজেন সরবরাহে ভূমিকা রাখবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাসে সহায়ক হবে।
এইচকেআর
