ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

শুধু ক্ষমতা নয়, চাই সংস্কার: নাহিদ ইসলাম

শুধু ক্ষমতা নয়, চাই সংস্কার: নাহিদ ইসলাম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ। প্রচণ্ড বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শেষ করতে হয়।

রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর সিও অফিস চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। টানা বৃষ্টির কারণে সমাবেশের সময় কমিয়ে আনা হয়।

এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আগের রাতেই পিরোজপুরে আসে। প্রায় চল্লিশজন কেন্দ্রীয় নেতা এই কর্মসূচিতে অংশ নেন। বক্তৃতা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানসহ বরিশাল ও পিরোজপুরের নেতারা।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, একটি গণ-অভ্যুত্থানের পর আমরা আর আগের রাজনীতিতে ফিরতে চাই না। জবরদখল, নির্যাতন আর ক্ষমতালিপ্সার রাজনীতি আর মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। শহর-গ্রামে গিয়ে মানুষকে শুনছি, তাদের সমস্যার ভিত্তিতে ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করছি। কেউ কেউ শুধু ক্ষমতা আর দ্রুত নির্বাচন চায়, কিন্তু দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা ভাবে না।

পিরোজপুরের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলে ঝালকাঠিতে আরেকটি পদযাত্রা ও পথসভায় যোগ দেওয়ার উদ্দেশে রওনা হন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন