ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শ্রমজীবীদের পর্যাপ্ত ত্রাণের দাবীতে বিক্ষোভ

শ্রমজীবীদের পর্যাপ্ত ত্রাণের দাবীতে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লকডাউন অথবা শাটডাউন-এ শ্রমজীবী মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশ করেছে সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি। রোববার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালিত হয়। 

সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন,দুলাল মলি­ক ও আঃ জব্বার প্রমুখ। এর পূর্বে এক লাল পতাকার মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন