দৌলতখানে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ কর্মীর নাম , ক্ষুব্ধ নেতাকর্মীরা

ভোলার দৌলতখানে ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত কমিটিতে আ'লীগ কর্মীর নাম থাকায় চরম অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে। এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্থানীয় বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে মিঝিরহাট বাজারে দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. দুলাল বলেন, ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটিতে বশির নামে আওয়ামিলীগের কর্মীকে সহ সাধারণ সম্পাদক করা হয়েছে। বশির দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির যুক্ত ছিলেন।
৮ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে বশির ও তার ভাইদের মামলা- হামলার শিকার হয়েছে। তার নির্যাতনের কথা বিএনপির কর্মীরা এখনও ভুলতে পারেনি। ৫ আগস্টের পরে কৌশলে বশির আবার বিএনপি সেজে পদ- পদবি ভাগিয়ে নিয়েছে।
সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পূর্ব ঘোষিত কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার দাবী করা হয়।
এ ব্যাপারে নবগঠিত কমিটির সহ সাধারণ সম্পাদক মো. বশির বলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে আমি জড়িত ছিলাম। জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মহল প্রপাগাণ্ডা ছড়িয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। আমার ভাই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আমি তার পক্ষ নেয়নি।
এবিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি বলেন, স্থানীয় নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এইচকেআর