শাটডাউন কার্যকরে জেলা প্রশাসনের অভিযান
.jpg)

ঘোষিত শাটডাউন কার্যকরে বরিশাল মহানগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জনসচেতনতা সৃষ্টিতে এই অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার (২৯ জুন) বরিশাল নগরীর বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি বিতরণ করা হয় সচেতনতামূলক লিফলেট।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল থেকেই শাটডাউন কার্যকরে নগরীর সদররোড, বাজার রোড সহ বাণিজ্যিক এলাকায় প্রচারাভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমাণ টিম।
বেলা ১ টার দিকে সদর রোডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ টিম।
এ সময় কার্যক্রম চলমান থাকায় সকাল-সন্ধ্যা নামক ওই রেস্তোরাঁটিকে মৌখিকভাবে সতর্ক করেন তিনি।
আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, করোনার বিস্তাররোধে শাটডাউন পুরোপুরিভাবে কার্যকরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযানে নেমেছেন তারা। তবে আজ ব্যবসাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের শুধু মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। তবে পরবর্তীতে তারা আরও কঠোর হবেন জানিয়ে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকার বিষয়টি উল্লেখ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। অভিযান পরিচালনায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
এমইউআর
