ঢাকা শনিবার, ২২ নভেম্বর ২০২৫

Motobad news

পায়রা নদীর দুই কোরাল ১৮ হাজারে বিক্রি

পায়রা নদীর দুই কোরাল ১৮ হাজারে বিক্রি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুটি বিশাল আকারের কোরাল মাছ। মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।  

শনিবার (২২ নভেম্বর) সকালে তালতলী উপজেলার বড় অংকুজান পাড়া-সংলগ্ন পায়রা নদীতে মাছ দুটি ধরা পরে।

খোঁজ নিয়ে জানা যায়, তালতলীর স্থানীয় বাসিন্দা জেলে সাগর মাঝির জালে ১১ কেজি ও ৭ কেজি ওজনের দুটি কোরাল মাছ ধরা পড়ে। পরে বিক্রির উদ্দেশে তালতলী মৎস বাজারে নিয়ে যান তিনি। এরপর আড়তদার হারুন তালুকদারের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার টাকা দরে খোলা ডাকে পাইকার রাসেলের কাছে ১৮ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করা হয়। 

জেলে সাগর মাঝি বলেন, সকালে মাছ শিকারের উদ্দেশে তাপ বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন বড় অংকুজান পাড়া এলাকার পায়রা নদীতে জাল ফেলি। কিছুক্ষণ পরে জাল টেনে তুলতেই দেখি বড় দুটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে বাজারে নিয়ে গিয়ে মাছ দুটি ১৮ হাজার টাকায় বিক্রি করেছি।

তালতলী মৎস্য বাজারের আড়তদার হারুন তালুকদার বলেন, মাছ দুটি আকারে অনেক বড়, গত দুই বছরেও এত বড় মাছ এ এলাকায় ধরা পড়েনি। কোরাল মাছ দুটির ভালো ক্রেতা থাকায় জেলেরা সর্বোচ্চ দাম পেয়েছে।

স্থানীয় পাইকার রাসেল বলেন, নদীর কোরাল মাছ সুস্বাদু হওয়ায় ভালো চাহিদা আছে। তবে মাছ দুটি ক্রয়ের পর সংরক্ষণ করে রাখা হয়েছে। বিকেলের মধ্যে ভালো ক্রেতা না পেলে বিক্রির উদ্দেশে ঢাকায় পাঠানো হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন