মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ১১৪ ফুট দীর্ঘ সাঁকো নির্মাণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের জানখালী গ্রামের সীমান্তবর্তী সাংরাইল খালের ওপর নির্মিত জরাজীর্ণ ১১৪ ফুট সংযোগ সেতুটি নিজ অর্থায়নে স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন এ আর মামুন খান।
এতে ৬ গ্রামের অন্তত ৮-১০ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। রোববার দুপুরে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এআর মামুন খান এই ব্রিজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রুমেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হানিফ হাওলাদার ও স্থানীয় বিএনপি যুবদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে , ২০০৭ সালের ১৫ নভেম্বরে ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে সেতুটির পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। সিডরের পরে ১৮ বছর হয়ে গেল কোন জনপ্রতিনিধি জন গুরুত্বপূর্ণ এ ব্রিজটি সংস্কারে এগিয়ে আসেনি। সিডরের পর থেকে বিভিন্ন সময়ে পাটাতনের রড ও সিমেন্টের তৈরি স্ল্যাবগুলো ভেঙে যেতে থাকে। ১৪ বছর আগে সেতুটির সবগুলো স্ল্যাব ভেঙে যাওয়ায় সুপারিগাছ বিমের ওপর দেওয়া হয়। মেরামত না হওয়ায় এভাবেই লোকজন চলাচল করে আসছে। বিষয়টি তা নজরে আসলে আমড়াগাছিয়া ইউনিয়নের যুবদল কর্মীদের নিয়ে কাজ শুরু করে।
এদিকে সেতু নির্মাণে স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা, সেতু না থাকায় আমাদের চরম কষ্ট পোহাতে হতো। আগে গ্রামের মানুষ নিজেরা চাঁদা তুলে অস্থায়ী বাঁশের সাঁকো বানাতো। এবার যুবদলের নেতারা নিজেদের টাকায় মজবুত করে চলাচলের জন্য তৈরি করে দিয়েছেন। চলার পথ হওয়ায় গ্রামবাসীর অনেক সুবিধা হয়েছে। এখন রিকশা-সাইকেলও চলাচল করতে পারবে।যুবদল নেতাকর্মীরা নিজেরাই এ কাজটা করেছেন। রাজনৈতিক নেতাকর্মী হিসেবে এমন কল্যাণমূলক কাজ করা সত্যিই প্রশংসনীয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, অবহেলিত এলাকায় ব্রিজটি সংস্কার হওয়ায় দৈনন্দিন কয়েক হাজার মানুষের উপকার হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল বলেন, আমার নিজ এলাকার মানুষের কষ্টের কথা জেনে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি কাঠের তক্তা দিয়ে মানুষকে পারাপারের সুযোগ করে দেয়া আমাদের নেতাকর্মীরাই ৪-৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। মিস্ত্রির সাথে অনেক নেতাকর্মী স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করেছে। আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এআর মামুন খান বলেন, যুবদল সবসময় জনগণের পাশে থাকে। উন্নয়ন মানে শুধু সরকারের কাজ নয়, মানুষের সেবায় এগিয়ে আসাও দেশপ্রেমের অংশ।
এইচকেআর