ঢাকা রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

Motobad news

চোখের আলো ফেরাতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

চোখের আলো ফেরাতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেন্দিগঞ্জের অধিকাংশ মানুষের চোখের রোগ একটি সাধারণ সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা জটিলতা তৈরি হলেও দারিদ্র্য, সচেতনতার অভাব এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। 

এই বাস্তবতাকে সামনে রেখে নয়াখালী সমাজ সেবা তরুণ সংঘের উদ্যোগে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী বাজারে  আয়োজন করা হয় বিনা মূল্যে চক্ষু ও মাথা ব্যাথা  চিকিৎসা ক্যাম্প।

ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালের ফ্যাকো এন্ড লেজার সেন্টারের সিনিয়র অপ্টোমেট্রিস্ট ডা. কামরুল হোসাইন এর মাধ্যমে চোখ দিয়ে পানি পড়া, মাথা ব্যাথা, চোখের ভিশন পরিক্ষা করা, চোখের ঝাপসা দেখা, চোখের ছানি পড়া, চোখ লাল থাকার চিকিৎসা দেওয়া হয়। 

রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত প্রায় দেড় শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় ।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চোখের আলো ফিরে পাচ্ছে সেখানকার মানুষ। কারণ এই ক্যাম্পের মাধ্যমে  বিনামূল্যে চোখের পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও বিনামূল্যে ছানি অপারেশনও করা হবে, যা দরিদ্র ও অসচ্ছল রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সাহায্য করবে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ২০২১ সালে এলাকার একদল তরুণ উদীয়মান সমাজসেবীদের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এটি একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের মাধ্যমে এলাকার  মানুষকে ফ্রী চিকিৎসা সেবা দিতে পেরে আমরা আনন্দিত।

শুধু চিকিৎসা সেবাই নয় আমরা সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় গ্রামের অস্বচ্ছল পরিবারের মধ্যে ছাগল বিতরণ করেছি, মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়নে অনুদান প্রদান করেছি, ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেছি। আগামীতেও আমাদের সংগঠনের মাধ্যমে এই ধরনের সেবা অব্যাহত থাকবে। 

সেবাগ্রহিতারা বলেন, ‘আমরা গরীব মানুষ। দীর্ঘদিন চোখের সমস্যা আর মাথা ব্যাথায় ভুগছি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। আমাদের এলাকার মানবিক সংগঠনের মাধ্যমে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আয়োজকদের জন্য মন খুলে দোয়া করছি।

ডাক্তার বলেন, প্রত্যান্তঞ্চলে এসে গরীব অসহায় লোকদের চিকিৎসা দিতে পেরে ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ জানাই মানবতার সেবায় এগিয়ে আসার জন্য। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন