গৌরনদীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা


মোবাইল কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে জয়া মজুমদার (১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বাঘার গ্রামে। নিহত জয়া ওই গ্রামের জগদীস মজুমদারের কন্যা ও মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ছিলো।
পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে রাতে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর
