দুমকীর ইউপি চেয়ারম্যান গাজীপুরে আটক

দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৪টায় ঢাকার গাজীপুরের কাশিমপুর তার ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়।
তার ছেলে জিহাদ সিকদার বলেন, বাবা অসুস্থ তাই আমার বাসায় থেকে ডাক্তার দেখাতেন, আজ ভোরে গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ পটুয়াখালী দুমকী উপজেলার বিএনপির অফিস ভাঙ্গার একটি মামলায় তাকে আটক করা হয়। বিকেলে গাজীপুর কোর্টে তাকে পাঠিয়ে দেয়া হয় জেলহাজতে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন বলেন, আটকের বিষয়ে আমাদের দুমকী থানায় এখনও কিছু জানানো হয়নি।
এইচকেআর