লকডাউনের শুরুতেই রিকশাচালকদের দাপট


করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে দেশজুড়ে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হয়েছে। তবে গণপরিবহণসহ সকল যানবাহন বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে বরিশালের অফিসগামী মানুষদের । সকাল ৯ টার পর থেকে নগরীর প্রায় সড়কগুলোতে মানুষের ভিড় দেখা গেছে ।
স্বল্প দূরত্বে ভাড়া হাকাচ্ছেন দ্বিগুণ-তিনগুণ। বাধ্য হয়েই অনেক যাত্রী ১০-২০ ভাড়া ৬০ টাকা দিয়ে গন্তব্যে যাচ্ছেন। এতে পকেট কাটা যাচ্ছে সাধারণ মানুষের। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবি রূপাতলীর বাসিন্ধা মিঠু খান বলেন, সকালে অফিসে যাওয়ার উদ্দেশে রাস্তায় নেমেই হতভম্ব হই। শুধু মানুষ আর মানুষ। কোনো সিএনজি নেই। রিকশা দেখলেই হুমড়ি খেয়ে পড়ছেন সবাই।
রূপাতলী থেকে সদর রোডে সিএনজিতে ১৫ টাকার ভাড়া দিতে হল ৬০ টাকা। অফিসের উদ্দেশে সকাল ৮টায় বের হয়ে নথুল্লাবাদ থেকেও কোনো সিএনজি পাননি নাদিম মলিক । ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনসাধারণের চলাচলের জন্য কোনো যানবাহন চোখে পড়েনি, সিএনজিও নেই। রাস্তার দু'পাশে ঘণ্টার পর ঘণ্টা অফিসগামী অপেক্ষমান মানুষগুলো অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। স্বল্প দূরত্বের ভাড়া দ্বিগুন চাচ্ছেন রিকশাচালকরা।
এইচকেআর
