ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

মগবাজারের বিস্ফোরণে নিহত সাতজনের লাশ হস্তান্তর

মগবাজারের বিস্ফোরণে নিহত সাতজনের লাশ হস্তান্তর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত সাতজনের লাশ তাদের পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ও রেডিও ধ্বনির সাংবাদিক মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকারচালক স্বপন (৩৯), বাসচালক আবুল কাশেম মোল্লা (৪৫), বেসরকারি চাকরিজীবী রুহুল আমিন (৩০), শর্মা হাউজ রেস্তোরাঁর পাচক ওসমান গনি তুষার (৩৫), গৃহিণী জান্নাত (২৩) ও তার নয় মাসের মেয়ে সোবহানা।

রমনা থানার এসআই মহসিন সর্দার জানান, মোস্তাফিজুর, স্বপন, কাশেম মোল্লা ও রুহুল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। জান্নাত ও তার মেয়ের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন