করোনা সচেতনতায় বিএমপি’র বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা


করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামূলক মোটর শোভাযাত্রা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এসময় সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন তারা। “মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ এবং বিধিনিষেধ মেনে চলি, সবার কথা চিন্তা করি” স্লোগান নিয়ে মঙ্গলবার সকালে জিলা স্কুল মোড়ে সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি জিলা স্কুল মোড় থেকে মোড় হয়ে সদর রোড, জেলখানার মোড়, নতুন বাজার, বটতলা ও বাংলা বাজার হয়ে শহরতলী প্রদক্ষিণ করে। বিভিন্ন বাদ্যযন্ত্র এবং প্রতীকী করোনা নিয়ে শোভাযাত্রার অগ্রভাগে ছিল পুলিশের একদল চৌকস টিম।
এর আগে সকালে জিলা স্কুল মোড়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মো. নজরুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. মনজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তৃতায় বিএমপি কমিশনার বলেন, ‘জনগণের সচেতনতার মধ্যে দিয়ে আমরা যদি স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করতে না পারি, সঠিকভাবে নিয়মিত মাস্ক না পরি এবং স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে একটি ভয়াবহ পরিস্থিতির শিকার সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, ‘আমি জানি বরিশালের মানুষ অত্যন্ত সচেতন, সরকারের যেকোন উদ্যোগ নিলে, বিধিনিষেধ দিলে তারা সেগুলো মেনে চলেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর ভয়াল থাবা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।
বিএমপি কমিশনার বলেন, ‘এই র্যালির মাধ্যমে আমরা বলতে চাই, বরিশালের জনসাধারণ অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসবেন না, লগডাউনের অর্থ হলো ঘরে থাকা। স্বাস্থ্যগত জরুরি কেনাকাটা ছাড়া কেউ বাইরে আসবেন না। পাড়া মহল্লায় যারা পরিবারের দায়িত্বে আছেন, যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
যিনি স্বাস্থ্য সুরক্ষা বিধি মানেন না, তিনি সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, কেউ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির নির্দেশনা অগ্রাহ্য করলে আমাদের সহযোগী সংস্থার সহায়তায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ার করেন তিনি।
কেআর
