ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শের-ই-বাংলা মেডিকেলে করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু

শের-ই-বাংলা মেডিকেলে করোনা ইউনিটে আরও ৭ মৃত্যু
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি বলেন,, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৭৯ ভাগ।

তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। এক সপ্তাহ আগেও গড়ে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা ছিল ১০ জন। গত তিন দিনে গড়ে ৪০ করে রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী করোনায় আক্রান্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৮ জন।

পরিচালক জানান, গত বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে ৪ হাজার ৮১০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১ হাজার ১৮১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯২৩ জন।

হঠাৎ করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়া নমুনা পরীক্ষার জন্য ভিড় বাড়ছে। অনেকে অভিযোগ করছেন, নমুনা সংগ্রহের তিন দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নিয়ম থাকলেও তা সময়মত দেয়া হচ্ছে না।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশালের একমাত্র পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ১৮৯টি নমুনা পরীক্ষা করা সম্ভব। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এখন মেডিকেল কলেজের ল্যাবে নমুনা সংগৃহীত হচ্ছে বেশি। যে কারনে নগরীর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা থেকে সংগৃহীত নমুনার কিছু ঢাকায় পাঠানো হচ্ছে। এতে রিপোর্ট পেতে কিছুটা দেরি হচ্ছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন