লকডাউন: বরিশালে রাস্তাঘাট ফাঁকা, কঠোর অবস্থানে প্রশাসন


সারা দেশে একযোগে কঠোর লকডাউন বা বিধিনিষেধের প্রথম দিন চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে এ বিধিনিষেধ শুরু হয়। ফলে বরিশাল নগরীর সড়কে জনসমাগম খুবই কম দেখা যায়। তবে কিছু জায়গায় রিকশা ও ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখা গেছে।
এ দিকে সকাল থেকেই রাস্তায় সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান দেখা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাদের সাথে কাজ করছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেয়া হচ্ছে না।
রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক রাব্বি ইসলাম জানান, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার মতই এই মহামারিকালীন তারা গণসচেতনতায় কাজ করছেন। নগরীর ৩টি পয়েন্টে তাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। লকডাউনের শেষ পর্যন্ত তারা মাঠে কাজ করবেন বলেও তিনি জানান।
এবারের লকডাউনে সরকারের পক্ষ থেকে আগেই কঠোর বিধিনিষেধের ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথাও জানিয়েছে পুলিশ।
প্রসংগত, এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। বুধবার (৩০ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা।
এমইউআর
