লকডাউন সফল করতে মাঠে বিএমপি


সরকারি ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নে প্রথম দিন মাঠে দায়িত্ব পালন করছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শুন্য সহিষ্ণু অবস্থানে থেকে চেকপোস্ট পরিচালনা করছেন তারা।
এসময় লকডাউন বাস্তবায়নে বিএমপি'র সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে চেকপোস্ট গুলোর কার্যক্রম সরেজমিনে তদারকি করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান । এসময় চেকপোস্টে দায়িত্বরতদের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর অবস্হানে থেকে লকডাউন বাস্তবায়নে নির্দেশ প্রদান করেন তিনি।
এইচকেআর
