ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে কঠোর লকডাউনে তৎপর প্রশাসন

গৌরনদীতে কঠোর লকডাউনে তৎপর প্রশাসন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। নিত্য প্রয়োজনীয় দোকান-পাট ছাড়া বিভিন্ন মার্কেট ও দোকান ছিল বন্ধ । গৌরনদীর গুরুত্বপূর্ণ স্হানে হাইওয়ে পুলিশ চেকপোষ্ট বসিয়ে সরকারি নিদের্শনা পালন করছে।  

উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, মন্ত্রী পরিষদের নিদের্শনা মোতাবেক উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর। উপজেলার বিভিন্ন স্হানের দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে।  

অপর দিকে সরকার ঘোষিত লকডাউনে নির্দেশনা না মানায় ১০ টি মটরসাইকেল জব্দ করেছে উপজেলা মোবাইল কোর্ট। বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড, বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, এসআই সাহাবুদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন