ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

চরফ্যাসনে  ইউপি  সদস্যের আঙ্গুল কেটে দিলো প্রতিপক্ষ

চরফ্যাসনে  ইউপি  সদস্যের আঙ্গুল কেটে দিলো প্রতিপক্ষ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চরফ্যাসনে জমি বিরোধের  জের ধরে  প্রতিপক্ষের হাতে জিন্নাগড়  ইউনিয়নের  ৭ নং ওয়ার্ডের  মেম্বার হাবিবুল্লাহ দুলালের হাতের কনিষ্ঠ  আঙ্গুল  কেটে দিয়েছে প্রতিপক্ষ একই এলাকার  মিজান মাষ্টার,  মতিন এবং জুয়েল সহ ১০/১২ জনের সংঘবদ্ধ  চক্র। বৃহস্পতিবার  কাশেমগঞ্জ বাজারে অবস্থিত ইউপি সদস্যের মার্কেট। 

এই মার্কেটে মেস্তরী দিয়ে মেরামতের কাজ করান মেম্বার। কাজের কাছে মেবার দুলাল বসে আছে। এসময় মিজান মাষ্টার  সহ ১০/১২ জন সন্ত্রাসী মেম্বার দুলালের উপর হামলা করে। হামলায় দুলাল মেম্বার অজ্ঞান  হয়ে পড়লে মিজান মাষ্টার দেশীয় গাছ কাটার চেনী দিয়ে মেম্বার দুলালের  ডান হাতের কনিষ্ঠ  আঙ্গুল কেটে ফেলে ।  

ঘরে কাজ করা মেস্তরীদের ডাক চিৎকারে  বাজারে থাকা পথচারীরা মেম্বার দুলাল কে উদ্ধার  করে  চরফ্যাসন হাসপাতালে ভর্তি  করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে মেম্বার দুলাল এ প্রতিবেদক কে জানিয়েছেন। চরফ্যাসন হাসপাতালের  জরুরী বিভাগের  চিকিৎসক  ডাক্তার এনামুল হাসান জানান, আঙ্গুলের তিনটি পার্টের একটি পার্ট কেটেছে এবং বাকী অংশ ১২ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত  আঙ্গুলের উপরের অংশটি কেটে ক্যাপ পরাতে হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন