চরফ্যাসনে ইউপি সদস্যের আঙ্গুল কেটে দিলো প্রতিপক্ষ


চরফ্যাসনে জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে জিন্নাগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার হাবিবুল্লাহ দুলালের হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে দিয়েছে প্রতিপক্ষ একই এলাকার মিজান মাষ্টার, মতিন এবং জুয়েল সহ ১০/১২ জনের সংঘবদ্ধ চক্র। বৃহস্পতিবার কাশেমগঞ্জ বাজারে অবস্থিত ইউপি সদস্যের মার্কেট।
ঘরে কাজ করা মেস্তরীদের ডাক চিৎকারে বাজারে থাকা পথচারীরা মেম্বার দুলাল কে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে মেম্বার দুলাল এ প্রতিবেদক কে জানিয়েছেন। চরফ্যাসন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার এনামুল হাসান জানান, আঙ্গুলের তিনটি পার্টের একটি পার্ট কেটেছে এবং বাকী অংশ ১২ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত আঙ্গুলের উপরের অংশটি কেটে ক্যাপ পরাতে হবে।
এইচকেআর
