মাস্কই হলো আমাদের প্রধান ভ্যাকসিন:পুলিশ কমিশনার


স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)'র সচেতনতামূলক বক্তব্য পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, দেশ ও জাতিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখার নিয়তে স্বাস্থ্যবিধি মেনে অদৃশ্য শত্রুর মোকাবেলা করা প্রতিটি মানুষ এক একজন মুক্তিযোদ্ধা।
তিনি আরও বলেন, মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, আমরা যদি নিয়মিতভাবে কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রাখতে পারব। এদিকে একইদিন জুমার নামাজের খুতবার পূর্বে শহরের ৩৭০টি মসজিদে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে সচতেনতামূলক বক্তব্য দেন পুলিশ সদস্যরা।
এইচকেআর
