শিক্ষানুরাগী আবদুর রব মিয়ার মৃত্যু: মতবাদ সম্পাদকের শোক


ভোলার লালমোহন পৌরসভা নিবাসী মরহুম মৌলভী করিম বক্স এর জ্যেষ্ঠ সন্তান আলহাজ মো. আবদুর রব মিয়া (বিএ, বিএড) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বৃহস্পতিবার (১ জুলাই) ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার সন্তানরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত রয়েছেন।
তার মৃত্যুতে দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাদক এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন গভির শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কেআর
