ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

মগবাজারে বিস্ফোরণ : ভবন মালিক ‘নিখোঁজ’, সিটিটিসিতে মামলা

মগবাজারে বিস্ফোরণ : ভবন মালিক ‘নিখোঁজ’, সিটিটিসিতে মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মগবাজারের ভবনে বিস্ফোরণের মামলার তদন্তভার পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আজ শনিবার সিটিটিসি রমনা থানা থেকে এ মামলা বুঝেও নিয়েছে। তবে বিস্ফোরণ যে ভবনটিতে ঘটেছে, সেই ভবন মালিককে ‘খুঁজে পাচ্ছে না’ তদন্ত কমিটি।


আজ শনিবার রাতে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রহমতউল্লাহ চৌধুরী বলেন, ‘আজ শনিবার রমনা থানা-পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার পেয়েছি। এ ঘটনায় আমরা বিস্তারিতভাবে তদন্ত করতে চাই। কেন এই বিস্ফোরণ, কারো কোনো গাফিলতি ছিল কি না; সবই জানতে চাই।’

এ ঘটনার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম আলী বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আগামীকাল মামলার সবকিছু হস্তান্তর করা হবে।’


গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়। আহত হয় দুই শতাধিক মানুষ। এ ঘটনায় আহত পাঁচজন এখনো হাসপাতাল চিকিৎসাধীন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলা দায়েরের চার দিন পরও তদন্তে কোনো অগ্রগতি ছিল না। এমন প্রেক্ষাপটে পুলিশের বিশেষায়িত ইউনিটে মামলার তদন্তভার হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় ঘটনার দিনই।


ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সদস্য উপপরিচালক (ঢাকা) দিনমনি শর্মা বলেন, ‘লকডাউনে সব কিছু বন্ধ থাকার কারণে আমরা এখনও ঘটনার তদন্ত শেষ করতে পারেনি। তবে আমরা দ্রুতই তদন্ত শেষ করে ফেলব। ওই ভবনের মালিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশও পাচ্ছে না। এ ছাড়া গ্যাস লাইন নিয়ে খোঁজ নিব, সংশ্লিষ্টদের পাচ্ছি না। সব মিলিয়ে তদন্তে অগ্রগতি নেই।’

এদিকে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদ বলেন, ‘এ বিস্ফোরণের এখনও পর্যন্ত কোনো বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি। ফলে তদন্তে তেমন অগ্রগতি হয়নি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন