লকডাউনে আটকদের গাদাগাদি করে রাখার অভিযোগ


চলমান লকডাউন ভঙ্গের কারণে আটক করা ব্যক্তিদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে হাজতখানায় গাদাগাদি করে রাখার মাধ্যমে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগ কিভাবে সমাধান করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে আলোচনা করতে বললেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ বুধবার অ্যাটর্নি জেনারেলকে এ দায়িত্ব দেন। আদালত বলেছেন, স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগে আটক করলেন। আবার নিজেরাই যদি সেই স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তাহলে কি হলো? বিষয়টি গুরুত্বপূর্ন। তাই এটা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও পুলিশের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলুন।
লকডাউন ভঙ্গের অভিযোগে আটক করা কয়েকশ ব্যক্তিকে একসঙ্গে ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখার বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. জোবায়দুর রহমান, আল রেজা মো. আমির এবং মোহাম্মদ মিসবাহ উদ্দিন। তিনি আদালতে বলেন, রাজধানীতে প্রতিদিন ৪/৫শ ব্যক্তিকে আটক করা হচ্ছে। গত ছয়দিনে ৩০৬৫ জন আটক হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা থেকে প্রত্যেক প্রিজন ভ্যানে ২০/২৫ জন করে ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ যাদের আটক করা হচ্ছে, তাদের আদালতের নেওয়ার সময়(প্রজিন ভ্যানে) এবং এবং একসঙ্গে হাজতখানার রাখায় স্বাস্থ্যবিধি ভঙ্গ হচ্ছে। পরস্পরের শরীরের সঙ্গে শরীর এবং নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস মিশে একাকার হয়ে যাচ্ছে। এছাড়া আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনরা ম্যাজিস্ট্রে আদালতে ভিড় করছেন। এতে আটক ব্যক্তিদের মাধ্যমে করোনার সংক্রমন আরো বেড়ে যাবার আশংকা রয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের স্বস্ব থানায় রেখে ভার্চূয়ালি উপস্থিতির মাধ্যমে ম্যাজিস্ট্রেটরে সামনে হাজির করা গেলে এই গাদাগাদি এড়ানো সম্ভব।
এসময় আদালত বলেন, সরকারতো ভাল বুঝেই এবিষয়ে আইন করেছে। কিন্তু এর বাস্তবায়নে যে জনশক্তি ও লজিস্টিক সাপোর্ট লাগবে রাতারাতি তার ব্যবস্থা করা কঠিন।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আটক ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার বাধ্যবাধকতা আছে।
পরে আদালত এ বিষয়ে কি করা যায় তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের কাছে জানতে চান। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানাবো।
এমবি
