ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

রূপগঞ্জে পুলিশ-শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়া,শটগান খালে

রূপগঞ্জে পুলিশ-শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়া,শটগান খালে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানায় (সেজান জুস কারখানা) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। 

এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার গেট সংলগ্ন আনসার ক্যাম্প থেকে চারটি শটগান ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পালাতে ব্যর্থ হয়ে শ্রমিকরা শটগান পাশের খালে ফেলে চলে যান। তিনটি শটগান খালের পানি থেকে উদ্ধার করা গেলেও একটি উদ্ধার করা সম্ভব হয়নি। 

এ ঘটনায় সংবাদ সংগ্রহে কারখানায় যাওয়া-আসার সময় শ্রমিকদের হামলার শিকার হন কয়েকজন সংবাদকর্মীও। অনেক শ্রমিকের সন্ধান মিলছে না বলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কারখানার মেইন গেটের বাইরে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন বলে জানান নিখোঁজ শ্রমিকদের স্বজনরা।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষুব্ধ শ্রমিক ও জনতা মিলের গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধরা আনসার, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সংবাদ সংগ্রহে আসা কয়েকজন সাংবাদিক শ্রমিকদের মারধরের শিকার হন। শ্রমিকরা তাদের মোটরসাইকেল ভাঙচুর করেন এবং হেলমেট ছিনিয়ে নেন। বর্তমানে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 


এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জাইদুল আলম ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহানসহ প্রশাসনের অনেকে। 


ঘটনাস্থলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ দুঃখ প্রকাশ করে শ্রমিকদের সান্ত্বনা দিয়ে বলেন, নিহত শ্রমিকদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১০ হাজার টাকা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে এ ঘটনায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে আরও সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।   

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত (দুপুর ১২টা) স্বপ্না আক্তার (৪৫), মীনা আক্তার (৪১) ও মোরসালিনসহ (২৮) তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এখনো ৭০-৮০ জন শ্রমিক ওই ভবনের ভেতরে রয়েছে বলে জানান কারখানার শ্রমিক ও নিখোঁজ শ্রমিকদের স্বজনরা। 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন