ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

আশ্রয়ন প্রকল্পটি প্রধান মন্ত্রীর হৃয়দের প্রকল্প: বিভাগীয় কমিশনার 

 আশ্রয়ন প্রকল্পটি প্রধান মন্ত্রীর হৃয়দের প্রকল্প: বিভাগীয় কমিশনার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্ধ আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) সাইফুল হাসান বাদল।  

শুক্রবার দুপুরে নলচিড়া ইউনিয়নের পিঙ্গলকাঠী গ্রামে নির্মাণাধীন ১১টি ঘর পরিদর্শনকালে তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পটি সবাই ঐক্যবদ্ধ ভাবে পবিত্র দায়িত্ব হিসেবে সততার সাথে কাজ করবেন। এ প্রকল্পটি মাননীয় প্রধান মন্ত্রীর হৃয়দের প্রকল্প। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন মেরী, উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স,  গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল নির্মাণাধীন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন