ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

করোনা: বরিশাল শেবাচিমের আরও ১৩ জনের মৃত্যু

করোনা: বরিশাল শেবাচিমের আরও ১৩ জনের মৃত্যু
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে আরও ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৮৪ রোগী। শনিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ইউনিটে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষ ২২ রোগী। শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের।

গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে চারজনের করোনা ছিলো পজেটিভ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন পজেটিভসহ মারা যায় আট রোগী।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩১ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫ দশমিক ৮২ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩ দশমিক ৯৫ ভাগ। সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বাধিক ৭৩ দশমিক ৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন