বানারীপাড়ায় প্রায় ২ কোটি টাকা অনুদান পেল ৬১ টি পরিবার

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে ৬১টি জনের হাতে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দেয়া ১ কোটি ৯০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ওয়ার্ড আওয়ামী লীগের ৬১ জনের মাঝে এ অনুদান চেক প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, সদর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন