ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে গাছের চারা ও খাদ্য সহায়তা বিতরণ

গৌরনদীতে গাছের চারা ও খাদ্য সহায়তা বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে গাছের চারা, খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শনিবার দুপুরে নলচিড়া বাজারে ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানের সাবেক দেড় শতাধিক সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির সাড়ে চারশ’ ফলজ বৃক্ষ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা। প্রতিষ্ঠানের সভাপতি রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সিইও ফারুক হোসেন, ম্যানেজার মনিরুজ্জামান তালুকদারসহ অন্যান্যরা। পরে নলচিড়া ইউনিয়নের অর্ধশত প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিরা। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন