ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

পুনাক'র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ 

পুনাক'র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনার মহামারীতে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেছে বিএমপি পুনাক ।  রবিবার ( ১১ জুলাই ) বেলা ১২ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে এ খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি  পুনাক সভানেত্রী ও বিএমপি কমিশনারের সহধর্মিনী আফরোজা পারভীন । 

খাদ্য বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন,  যে কোন দুর্দিনে 'পুনাক ' সবসময়ই সুবিধা বঞ্চিতদের পাশে আছে, থাকবে ।  সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে সমাজের সামর্থ্যবানদের চারপাশে থাকা সুবিধা বঞ্চিতদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার  প্রলয় চিসিম'র সহধর্মিনী পুনাক সভানেত্রী  স্বাতীরেমা, পুনাক  সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার, পুনাক উৎপাদন সম্পাদিকা ও সদ্য পদায়িত সাধারণ সম্পাদিকা  সুবর্ণা আক্তার সম্পা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  মোঃ রেজাউল করিম (সদর-দপ্তর)'র সহধর্মিণী  তাহামিনা এনি,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  রুনা লায়লা এবং  সহকারী পুলিশ কমিশনার  নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন