পুনাক'র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ

করোনার মহামারীতে ক্ষতিগ্রস্থ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহয়তা প্রদান করেছে বিএমপি পুনাক । রবিবার ( ১১ জুলাই ) বেলা ১২ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে এ খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি পুনাক সভানেত্রী ও বিএমপি কমিশনারের সহধর্মিনী আফরোজা পারভীন ।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম'র সহধর্মিনী পুনাক সভানেত্রী স্বাতীরেমা, পুনাক সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার, পুনাক উৎপাদন সম্পাদিকা ও সদ্য পদায়িত সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম (সদর-দপ্তর)'র সহধর্মিণী তাহামিনা এনি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা এবং সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
এইচকেআর