ঢাকা রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

Motobad news

বিএমপির ডিসি হলেন বগুড়ার এসপি আলী আশরাফ

বিএমপির ডিসি হলেন বগুড়ার এসপি আলী আশরাফ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ পুলিশের ৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) সমমর্যাদার মোট ৯ জনকে বদলি করা হয়েছে। জেলাগুলো হচ্ছে বগুড়া, পিরোজপুর, মানিকগঞ্জ এবং নোয়াখালী। রবিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি করাদের মধ্যে বগুড়া জেলার এসপি মো. আলী আশরাফকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি), মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ডিএমপির ডিসি এবং নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

একই আদেশে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার এসপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুরের এসপি, পুলিশ সদর দফতরের এসপি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি এবং পুলিশ সদর দফতরের মো. শহীদুল ইসলামকে নোয়াখালী জেলার নতুন এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও আদেশে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর এসপি মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর এসপি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন