ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

হঠাৎ খিঁচুনি থেকে রক্তবমি, জবি ছাত্রীর মৃত্যু

হঠাৎ খিঁচুনি থেকে রক্তবমি, জবি ছাত্রীর মৃত্যু
জবি ছাত্রী রিমি। ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হঠাৎ খিচুনি দিয়ে রক্তবমি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


ওই ছাত্রীর নাম রাহাত আরা রিমি (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন বলেন, রিমি অসুস্থ ছিলেন। রোববার হঠাৎ তার খিঁচুনি ওঠে। সঙ্গে ছিল শ্বাসকষ্ট। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পথে তার রক্ত বমি শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিমির সহপাঠীরা জানান, গতকাল রাতেই রিমির মরদেহ তার নানির বাড়ি বগুড়ার দুপচাঁচিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে আজ সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন