ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বরিশাল বিশ্ববিদ্যালয়

উত্তরাঞ্চলের জন্য বাসের দাবি শিক্ষার্থীদের
১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বরিশাল বিশ্ববিদ্যালয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে আগামী ১৫ জুলাই থেকে বাড়ি পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার।

পরিবহন পুলের ম্যানেজার মােঃ মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়, করােনা বিস্তার রােধে সরকার ঘােষিত কঠোর লকডাউনে বরিশালে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহণ সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৪ জুলাই দুপুর ১২ টার মধ্যে সংযুক্ত লিংকে (http://transportservice.bu.ac.bd/) তাদের নিজ নিজ তথ্য প্রদান করার জন্য বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাড়ী ছাড়ার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে ১৪ জুলাই রাত ১০ টার মধ্যে জানানাে হবে।

তবে পরিবহন পুল থেকে বাসের যে রুট প্রকাশ করা হয়েছে সেখানে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য কোন রুট না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে এই অঞ্চলের শিক্ষার্থীরা। 

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাকিল আদনান বলেন, উত্তরবঙ্গের কোন স্টুডেন্ট কি ববিতে পড়ে না? ভার্সিটির বাস ছাড়া যদি গোপালগঞ্জ, খুলনা,যশোর, কুষ্টিয়ার স্টুডেন্ট বাড়ি যেতে না পারে তাহলে আমরা যারা উত্তরবঙ্গের (নাটোর,বগুড়া,জয়পুরহাট,রংপুর,কুড়িগ্রাম) থেকে এসেছি তারা কিভাবে যাব? অন্তত ওই রুটে একটা বাস দিলে আমরা যারা ছিলাম সবাই যেতে পারতাম।

রসায়ন বিভাগের শিক্ষার্থী ইমরান আল আমীন জানান, প্রথমেই সাধুবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের ব্যবস্থা করেছে। কিন্তু একটু সমস্যা আছে।  নোটিশে যে রোডগুলো দেওয়া হয়েছে তাতে নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী, সিলেট, বগুড়া, রাজশাহী ও রংপুর জেলার শিক্ষার্থীরা পুরোপুরি অবহেলিত। আমার জানামতে রংপুর বিভাগের প্রায় ৪০ জনের মত শিক্ষার্থী বরিশালে আটকে আছে। তাদের নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার জন্য 
বরিশাল-ঢাকা-টাঙাইল-সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর অথবা বরিশাল-ঈশ্বরদী-বগুড়া-রংপুরে নতুন
রুট দেওয়ার দাবি জানাচ্ছি । 

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ জানান, শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস দেয়া হয়েছেইদটা বাড়িতে প্রিয় মুখগুলোর সাথে কাটাতে পারবো এর চেয়ে স্বস্তির খবর আর দ্বিতীয়টি হতে পারে না। কিন্তু বাস সার্ভিস কাদের জন্য? ছাত্রদের জন্য, যারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। এখন প্রশ্ন হল ছাত্রদের মধ্যে আবার ব্রাহ্মণ,শুদ্র এরকম শ্রেণি বিভেদ আছে নাকি? সেটা তো থাকার কথা না, অন্তত পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেটা থাকার ব্যাপারই নাই। তাহলে সিলেট বা রংপুরের যে ছেলেটা ববিতে পড়ে সেও তো প্রিয় মুখগুলো দেখেই ইদের সকালটা শুরু করতে চাইছে। তাকে বাস সার্ভিস থেকে বঞ্চিত করা হচ্ছে কোন যুক্তিতে?

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, সকল শিক্ষার্থীকে তাঁর নিজ জেলায় পৌঁছে দিতে পারলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু আমাদের পরিবহন পূলের সক্ষমতা, বাসের কন্ডিশন, শিক্ষার্থীর সংখ্যা সকল বিষয়াদি বিবেচনা করে বরিশালের পার্শ্ববর্তী দুটি বিভাগের কয়েকটি জেলায়  পরিবহন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরিবহন পুল থেকে জানা গেছে আগামী ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত রুট সমূহে বাস ছেড়ে যাবেঃ

রুট ১ঃ  বরিশাল-গৌরনদী-গোপালগঞ্জ খুলনা- সাতক্ষীরা। 
রুট ২ঃ বরিশাল-পিরােজপুর- বাগেরহাট যশোর।
রুট ৩ঃ বরিশাল- ফরিদপুর-মাগুরা- ঝিনাইদহ- কুষ্টিয়া-রাজবাড়ী।
রুট ৪ঃ বরিশাল- মাওয়া ফেরিঘাট-  ঢাকা (গুলিস্তান)।
রুট ৫ঃ বরিশাল -পটুয়াখালী- বরগুনা (আমতলী)।

এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন