ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news
বরিশালে নুরুল ইসলাম বাবুল’র স্মরণ সভায়

'নিভে যাওয়া এই বাতিঘর আর জ্বলবে না'

 'নিভে যাওয়া এই বাতিঘর আর জ্বলবে না'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এর স্মরণ সভায় বক্তারা বলেছেন, নিভে যাওয়া এই বাতিঘর আর জ্বলবে না। কোন দিন পূরন হবে না এই শূন্যতা। তিনি নিজের মেধা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে সৃষ্টি করেছেন যমুনা গ্রুপ। দেশের প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের কর্সংস্থান তৈরি করে বেকারত্ব মোচন করেছেন। একজন উদ্যোক্তা, একজন ভালো মানুষ ও একজন দেশপ্রেমিক নুরুল ইসলাম বাবুল তার কর্ম ও দক্ষতার মাঝে বেঁচে থাকবেন সারা জীবন। 

নুরুল ইসলাম বাবুল এর প্রথম মৃত্যুবার্কিীতে বরিশাল ব্যুরো অফিসের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মোনাজানে বক্তারা এসব কথা বলেন। ‘যে শূন্যতা পূরণ হবার নয়’ শ্লোগানে অনুষ্ঠিত স্বরণসভার সভাপতিত্ব করেন যুগান্তর ব্যুরো চীফ আকতার ফারুক শাহীন। 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বৈশাখিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, আলোকিত বাংলাদেশের ব্যুরো চীফ খান রফিক, সমকাল’র ব্যুরো রিপোর্টার সুমন চৌধুরী, বরিশাল রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক মুসফিক সৌরভ, বরিশাল নিউজ এডিটর কাউন্সিলের সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, বরিশাল ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন’র আহ্বায়ক গবিন্দ সাহা, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়নের বরিশাল বিভাগীয় সভাপতি সাঈদ পান্থ, বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, রিপোর্টাস ইউনিটির সদস্য তন্ময় তপু, নিউজ এডিটর্স কাউন্সিল এর সদস্য অনিকেত মাসুদ, এম রহমান, আলম বুক স্টোর ও রকি এজেন্সির প্রতিনিধিসহ বরিশাল ব্যুরো অফিস এর রিপোর্টারা উপস্থিত ছিলেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন