আগৈলঝাড়ায় বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বাগধা রেড ক্রিসেন্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ৫ টি অক্সিজেন সিলিন্ডার করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সহায়তায় প্রশিক্ষনপ্রাপ্ত সেচ্ছাসেবকদের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগধা রেড ক্রিসেন্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের চেয়ারপার্সন ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি।
এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় বা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তির জন্য হটলাইন ০১৭১১৫৯৪০৬৬ এ নম্বরে কল করলে বা আমার ইউপি কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক ভাবে তাঁর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ২৪ ঘণ্টা চালু থাকবে এ সেবা। এছাড়া যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদের ওষুধ ও খাবার আমি বাড়ি বাড়ি গিয়ে সরবরাহ করার ব্যবস্থা করবো।
এইচকেআর