লকডাউন শিথিলের খবরে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা

বরিশালে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। লকডাউন শিথিল হয়ে গেছে অনেকটাই। কঠোর লকডাউন কিছুটা শিথিলের সরকারি ঘোষণার পরপরই স্বাভাবিক হতে শুরু করেছে নাগরিক জীবন। রাস্তাঘাটে বেড়েছে মানুষ চলাচল। বেড়েছে প্যাডেল-ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচল। সীমিত পরিসরে চলছে গণপরিবহন হিসেবে পরিচিত থ্রিহুলারও। তবে বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান। যদিও সবকিছুতেই লক্ষ্য করা গেছে ঢিলেঢালাভাব।
এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে সরকার বৃহস্পতিবার থেকে লকডাউন কিছুটা শিথিলের ঘোষণা দেয়। আর এর পরপরই বদলে যেতে শুরু করে মহানগরীর রাস্তাঘাটের চিত্র। বাড়তে শুরু করে জনসমাগম। অলিগলিতে বেরিয়ে আসে মানুষ। নগরীর বেশকিছু এলাকায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।
এদিকে কঠোর লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে আজ বুধবারও নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কৌশলে দোকান খোলা রাখায় বেলা ১১ টার দিকে নগরীর কাঠপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। তবে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইলেকট্রিক পণ্য বিক্রয়কারী দোকানের মালিক-কর্মচারীরা।
অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীও টহল অব্যাহত রেখেছে নগরীতে। বিনা কারণে ঘোরাঘুরি করা ব্যক্তি এবং অপ্রয়োজনে ব্যবসাপ্রতিষ্ঠান খুললে তাদের আইনের আওতায় আনছেন তারা।
এইচকেআর