করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে ওয়ান ব্যাংকের ত্রাণ বিতরণ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত তিনশত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড এর বরিশাল শাখা।
আজ বুধবার বিকাল ৫টায় নগরীর বটতলা এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে এই ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল শাখার নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড বরিশাল শাখা ব্যবস্থাপক মো. আবির রহমান ও অ্যাডভোকেট আজাদ রহমান।
এছাড়াও ওয়ান ব্যাংক বরিশাল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওয়ান ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘করোনায় ক্ষতিগ্রস্থ তিনশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণের প্রতিটি বস্তায় চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, মরিচ, আটা, লবন ও সাবান রয়েছে।
ব্যাংকের এই সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
কেআর