বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ'র মেয়ের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

রণাঙ্গণের মুখপত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তির একমাত্র কন্যা ফারহানা সুলতানা উর্মির ১ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১৫ জুলাই)।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূরুল আলম ফরিদ ও অধ্যাপিকা সুলতানা বেগম এর দাম্পত্য জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের অধিকারী। কন্যা ফারহানা সুলতানা উর্মি গত বছরের ১৫ জুলাই বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এম্বুলেন্সযোগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। পরদিন ১৬ জুলাই সকাল ৯টায় বগুড়া রোডস্থ শ্রী চৈতন্য স্কুলে মরহুমার জানাজা নামাজ শেষে তার মরদেহ বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। নগরীর বগুড়া রোডের পেশকার বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ও অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তির এক ছেলে রয়েছেন। নাম স্থপতি আহম্মেদ নূরুল হাসান স্বাক্ষর।
এদিকে,বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ এবং বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যাপিকা সুলতানা বেগম দম্পত্তি তাদের কন্যা ফারহানা সুলতানা উর্মির আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ জানান, ফারহানা সুলতানা উর্মির আত্মার শান্তি কামনায় মাদ্রাসায় কুরআন খতমের আয়োজন করা হয়েছে।
এইচকেআর