দাবি আদায়ে লকডাউন বিরোধী সমাবেশের হুঁশিয়ারি বাসদ’র

নগদ অর্থ সহায়তা ছাড়া লকডাউন কার্যকর না করা, লকডাউনে শ্রমিকদের জন্য পর্যাপ্ত বরাদ্দ ও রেশনিং চালু, শেবাচিম’র করোনা ইউনিট ও আইসিইউতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং আইসোলেশন পদ্ধতি চালুর দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখা।
আজ রোববার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে শ্রমিকদের নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নারী-পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সম্মুখ সড়কে সমাবেশে মিলিত হন তারা।
সমাবেশে বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে করোনাকালীন সময়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, শ্রমিক নেতা মানিক হাওলাদার, মিতা বেপারী, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিলিমা জাহান, ছাত্র নেতা বিধান সিকদার।
লকডাউনের পূর্বে শ্রমিকদের দাবী পূরণ করা না হলে আগামী ১৫ এপ্রিল যেকোন মূল্যে লকডাউন বিরোধী সমাবেশ করার মাধ্যমে শ্রমিকদের দাবী আদায়ের জন্য লড়াই করে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।
এমবি
